লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভুলইন ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় শিশু-নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২০ ফেব্র“য়ারি বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক মঞ্জিল (৪২) একই এলাকার লিটনসহ ২৫/৩০ জনকে সংগঠিত করে অপরপক্ষ ছোটশরীফপুর বাজারের দক্ষিণ পার্শ্বের আলী আশ্রাফের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে আহত করে লুটপাট চালায়। এতে আলী আশ্রাফ (৬৫), তার স্ত্রী রেজীয়া বেগম (৫৪), আবদুল মান্নানের স্ত্রী রাজীয়া বেগম (৬০) সহ কয়েকটি পরিবারের নারী-শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়। আহতরা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...