মোঃ আবুল কালাম,লাকসাম থেকে :
এবারই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো কুমিল্লার বৃহত্তর লাকসাম উপজেলার (বর্তমানে সদর দক্ষিণ) বেলঘর সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। সরকারি পৃষ্ঠপোষকতা, দরিদ্র জনসাধারণের অপারগতায় দীর্ঘদিনেও এখানে একটি শহীদ মিনার নির্মাণ করা যায়নি। ফলে কয়েকটি গ্রামের হাজারো জনতার কেউ কেউ এতোদিন দূর-দুরান্তে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে কিংবা বাড়িতে বসেই আক্ষেপ করেছে। এলাকার কৃতি সন্তান ডাঃ জহির উদ্দিন আহম্মদ এবার ওই বিদ্যালয়ের আঙ্গিনায় একটি শহীদ মিনার স্থাপনে এগিয়ে আসেন। যোগান দেন প্রয়োজনীয় অর্থের। এবারের মহান একুশে ফেব্র“য়ারি প্রতুষে শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবক ও এলাকার জনসাধারণের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...