নাঙ্গলকোট প্রতিনিধি:
নাঙ্গলকোট বাঙ্গড্ডা বাজারে মাদকের সয়লাব। ভারত থেকে ফেনসিডিল, বিয়ার, হুইস্কি, হেরোইনসহ মরণনেশা দ্রব্য বিভিন্ন রুটে বাজারে প্রবেশ করে। নির্ধারিত সিন্ডিকেটের মাধ্যমে এ সব মরণ নেশা সরবরাহ হচ্ছে। একটি চক্র শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আসা হুন্ডা ও মাদকদ্রব্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে। সূত্রমতে সরকারি দলের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে আসা হুন্ডা ও মাদকদ্রব্য উপজেলার বক্সগঞ্জ বাজার, দৌলখাড় বাসস্ট্যান্ড, হাসানপুর স্টেশন ও দৌড়করা বাজার অবস্থান করে জানা যায়, দৌড়করা বাজারে প্রতিদিন শতশত ভারতীয় হোন্ডা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে চোরাই ল্যান্ডার হাং ডিসকভার, প্লাটিনা, টিভিএস, এফ,জেডএস এইসব বিলাস বহুল হুন্ডা বাংলাদেশের সুরোমে আসার আগেই চোরা পথে ঐসব সিন্ডিকেটের হাতে চলে আসে। স্বল্পমূল্যে বিভিন্ন দালালের কাছে বিক্রি করে। এই সব হুন্ডার নাম্বার গুলো অবৈধভাবে লাগানো হয়। বিআরটিসির নম্বর হুবহু নকল করে ব্যবহার করা হয়। প্রশাসনিক লোকজন ধরার কোন উপায় থাকেনা। এতে করে এলাকার বৈধ হোন্ডা ব্যবসায়িদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...