এস জে উজ্জ্বল :
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) মঙ্গলবার ৩০তম বিসিএস’র আবেদনপত্র আহ্বান করেছে। এবার ২,৫৭২টি পদের বিপরীতে দরখাস্ত চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে জানান ঢাকায় পিএসসি কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন।
এবার সাধারণ ৮৩১টি, প্রফেশনাল ১৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ৫৬টি ক্যাডারে দরখাস্ত আহ্বান করা হয়। আগামী ১৪ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সোনালী ব্যাংকের ৩১টি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করে ঢাকায় পিএসসি কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...