স্টাফ রিপোর্টার :
আন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়ার পর এবার ক্ষমতাসীন আওয়ামী লীগও জেলা সফরের কর্মসূচি গ্রহণ করেছে।তারা সরকারের এক বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিরোধী দলের ‘নেতিবাচক’ রাজনীতি সম্পর্কে জনগণকে সচেতন করবেন বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন।হানিফ বলেন, সফরের সময় সভা-সমাবেশের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারের গত এক বছরের সফলতা এবং আগামীতে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হবে। এছাড়া তৃণমূল পর্যায়ের নেতাদের মাধ্যমে সরকারের কাছে জনগণের চাওয়া-পাওয়া এবং দাবি-দাওয়া সংগ্রহ করে নীতি-নির্ধারক পর্যায়ে তুলে ধরা হবে।বুধবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়।আওয়ামী লীগের নেতারা ১৬টি দলে ভাগ হয়ে আগামী ১৮ মার্চ থেকে মাসব্যাপী সফর শুরু করবেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...