স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
গত মঙ্গলবার (৯ মার্চ) ঢাকা-কুমিল্লা মহা-সড়কে শহীদনগরে দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। তাদের পরিচয় জানা যায়নি। নিহতের নাম খলিললুর রহমান (২৫)। তার বাড়ি মুরাদনগরের ঘোড়াশাল গ্রামে। সকাল ৯টায় দাউদকান্দির শহীদনগর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের সার্জন নন্দন কান্তি ধর। তিনি জানান, ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে মাইক্রোবাসের যাত্রী খলিলুর ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মাইক্রোবাসের চালক পলাতক। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...