১৫ মার্চ কুমিল্লায় উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ দশ দফা দাবি আদায়ে আগামী ১৫ মার্চ একযোগে কুমিল্লাসহ দেশব্যাপী মানববন্ধন এবং ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করবেন। এ সময়ের মধ্যে তাদের দাবী পুরন না হলে পরবর্তীতে কঠোর আন্দলনের কর্মস-চী দেওয়া হবে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনাতনে ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল মাহবুবুর, মো: হোসেন ফকু, আনোয়ারুল হক, আফজাল হোসেন এবং আমিরুল ইসলাম বাদশা প্রমুখ।
লিখিত বক্তব্যে সংগঠনের আহবায়ক বলেন, সংবিধানের আলোকে উপজেলা পরিষদ রহিত আইন পুনঃপ্রচলন, সংশোধন আইন ২০০৯ এর প্রয়াজনীয় সংশোধনী এনে উপজেলা পরিষদকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করতে হবে, পরিষদের সকল স্থায়ী কমিটির সভাপতি, ভাইস চেয়্যারম্যান, মহিলা ভাইস চেয়্যারম্যান করতে হবে, অবিলম্বে ভারসাম্যপূর্ন আইন প্রণয়ন করে জেলা পরিষদ প-নগর্ঠন করতে হবে। নির্বাচিত জেলা পরিষদ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজস্ব বাজেটে জেলা পরিষদের বিপরীতে বরাদ্দ সকল অর্থ উপজেলায় পরিষদের মধ্যে বন্টন করাসহ বেশ কিছু দাবী তারা তুলে ধরেন। কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান ও বৃহত্তর কুমিল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতি অধ্যক্ষ আবদুর রউফ বলেন, দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সাথে আমরা একাÍতা করবো।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...