স্টাফ রিপোর্টার :
গত নির্বাচনে ২৯টি আসনে আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি ভোট পেয়েছিল ১৫ লাখ ৩৭ হাজার। বিপরীতে ২৫৪টি আসনে আওয়ামী লীগকে জাতীয় পার্টি ভোট দিয়েছে ৬০ লাখ ৯৬ হাজার, শনিবার দুপুরে দিনাজপুর লোকভবনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন
সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেছেন, ভিশন-২০২১ সফল করতে হলে জাতীয় পার্টির সহযোগিতা নিতে হবে। তাঁর সহযোগিতা ছাড়া ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ গড়া অসম্ভব।
এরশাদ বলেন, ‘আমার শাসনামলে উন্নয়নের চিত্র ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি ২১টি জেলা থেকে ৬৪টি জেলাসহ ৪৬০টি উপজেলা সৃষ্টি করেছি। যোগাযোগ ব্যবস্থার যে সংস্কার করেছি, তার সুফল দেশের ১৫ কোটি মানুষ এখন ভোগ করছে। শুধু সংগঠনের ভিত্তি মজবুত না হওয়ায় জনগণের ভোট থেকে আমরা বঞ্চিত হয়েছি। ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করে জনগণের ভালোবাসা নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য অর্জন করতে চাই। সে কারণে সারা দেশে সংগঠনকে সুসংগঠিত করতে আমি বৃদ্ধ বয়সে জেলায় জেলায় ছুটে চলেছি।’
এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি আট বছর সেনাপ্রধান এবং নয় বছর রাষ্ট্রপতি ছিলাম। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাকে একটি শক্তিশালী দল দিন। জনগণ আমাদের ভালোবাসে। কিন্তু দল সুসংগঠিত না থাকায় জনগণ আমাদের ভোট দিতে পারেনি। ভবিষ্যতে এ অবস্থা ঘুচিয়ে দল শক্তিশালী করতে চাই।’
জেলা আহ্বায়ক আবদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপার মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাংসদ হাফিজ উদ্দীন, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান, রংপুর পৌরসভার মেয়র আবদুর রউফ মানিক। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...