স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ছায়কোট গ্রামে গত ৪ মার্চ (বৃহস্পতিবার) গভীর রাতে কুকুরের কামড়ে এক নাবালিকার মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ছায়কোট গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত ফজর আলীর একমাত্র কন্যা সুমী আক্তার (১৩) কে প্রায় ৩ মাস পূর্বে কুকুরে কামড় দেয়। আর্থিক অনটন থাকার কারণে উন্নত চিকিৎসা না করে বিভিন্ন কবিরাজী চিকিৎসা করা হয়। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কিছুদিন পূর্বে চিকিৎসকের কাছে নিলে তার পেটে কুকুড়ের বাচ্চা আছে বলে চিকিৎসক জানায়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...