মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার চান্দিনাঃ
বাংলাদেশ আওয়ামীলীগ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও সদস্যকরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম বারেরমত বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য হলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন।
গত ৫ মার্চ (শুক্রবার) চান্দিনাস্থ দলীয় কার্যালয়ে সদস্যকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী আশরাফের সদস্য নবায়নের (১২৩২৪০১) মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্ধোধন হয়। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগে প্রথম বারেরমত সদস্য ফরম (১২৩২৪০৩) পূরণ করেন উপজেলা চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফের একমাত্র পুত্র মোঃ মুনতাকিম আশরাফ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আইয়ূব আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন মোছলেম, সাফিয়া আক্তার, উপজেলা কৃষক লীগের আহবায়ক মোখলেছুর রহমান মাষ্টার দুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কমিশনার, পৌর কাউন্সিলর দৌলতুর রহমান, আব্দুল জলিল, যুবলীগের সভাপতি প্রভাষক এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল, সেলিম প্রমুখ।
ফরম পূরণ শেষে উপজেলা চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে তাঁর হাতকে শক্তিশালী করতেই আমি বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ফরম পূরণ করেছি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...