স্টাফ রিপোর্টার :
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। আটদিনের সফরে গতকাল সকাল ৬টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সেখানে যান। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ভারঘিজ ম্যাথিউস এবং সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে ঢাকা ত্যাগকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকসহ পরিবারের সদস্য, বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। ৪ মার্চ তিনি দেশে ফিরবেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...