মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার, চান্দিনা:
বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট (বারপার্ট) এর আয়োজনে অনিরাপদ গর্ভপাত ও প্রসবোত্তর রক্তরণের ফলে মাতৃমৃত্যু রোধে গ্রাম্য নাটকের ভূমিকা শীর্ষক গবেষণার উপর কর্মশালা গত মঙ্গলবার (২৩ ফেব্রয়ারী) সকালে চান্দিনা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বারপার্ট এর পরিচালক মোঃ সিরাজুল হক খান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাজেরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, সাফিয়া আক্তার প্রমুখ। প্রশিণ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে.এম আমিনুল ইসলাম, বারপার্ট এর গবেষণা ও প্রশিণ কর্মকর্তা শামীম আখতার প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...