কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় অগ্নিকান্ডে তিন লাখ টাকার সম্পদের ক্ষয় ক্ষতি হয়েছে। উপজেলার চিতড্ডা গ্রামে রোববার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারী রোববার গভীর রাতে কাজল খন্দকারের বশত ঘরে আগুন লেগে যায়। এ আগুনে কাজল খন্দকারের ২টি ও মোজাম্মেল খন্দকারের একটি বশত ঘর ও ঘরে থাকা মালামাল ভষ্মিভূত হয়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ক্ষতিগ্রস্তদের ধারণা। আগুন লাগার পর স্থানীয় লোকজন সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুত অফিসে খবর দেয়। এ খবরের পরও বিদ্যুত অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় ক্ষয়-ক্ষতির পরিমান বেড়েছে বলে স্থানীয় লোকজন জানায়। গতকাল সোমবার দুপুরে বরুড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...