ব্রাহ্মণপাড়া প্রতিনিধি :
ব্র্রাহ্মণপাড়া উপজেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শরীফউল্লাহ বেলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় থানার এসআই কামাল হোসেন সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শরীফউল্লাহ বেলালকে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন থেকে প্রথম আটক করে নিয়ে যায়। পরে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি একেএম নজিবুল ইসলাম জানান, তাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...