এস জে উজ্জ্বল :
ইসলামীর ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মামুনের পদত্যাগের পর সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২৫ সদস্য পদত্যাগ করেছেন।
সদ্য পদত্যাগী মামুন রাতে তার পদত্যাগের খবর নিশ্চিত করে বলেন, “সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২৫ সদস্য পদত্যাগ করেছেন।”মামুন এ গণ পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। গত শনিবার তার পদত্যাগের খবর প্রকাশ করা হয়নি বলেও তিনি জানান।
আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
রাতে পদত্যাগ করা সবার নাম জানা যায়নি। মোট ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আহমেদ জায়দুর রহমান, অর্থ সম্পাদক আবদুর জব্বার, পাঠাগার সম্পাদক আবুল কালাম আযাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান সম্পাদক আতাউর রহমান সরকার, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মইন উদ্দীন, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মাকসুদুর রহমান. রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি গোলাপ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুদ্দিন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাফাজ্জল হোসেন রুমেল।
শিবিরের কার্যকরী পরিষদ মোট ৩৯ সদস্যবিশিষ্ট। পদাধিকারবলে বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এ পরিষদের সদস্য হয়ে থাকেন। নির্বাচিত সদস্য সংখ্যা ৩৫। এর মধ্যে ২৬ জন পদত্যাগ করেছেন। বাকিরা আজ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। এরপর নতুন করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হতে পারে বলে জানা গেছে।
ছাত্র শিবির নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ট সূত্রগুলো জানায়, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ গণ পদত্যাগের ঘটনা ঘটেছে। কয়েকদিনের মধ্যে গঠিত হতে যাওয়া নতুন কার্যকরী পরিষদ নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জানা যায়। এছারা মূল সংগঠন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শিবিরের শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরেও এই গণ পদত্যাগ বলে শোনা যায়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...