এস জে উজ্জ্বল :
শনিবার নয়াদিল্লিভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদিবাসীদের বাড়ি পোড়ানো এবং ‘আদিবাসী হত্যা’ ঘটনায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছে । সংগঠনটির অভিযোগ ‘বাংলাদেশ সেনাবাহিনি এবং অবৈধ সেটলাররা ১৯ ফেব্রুয়ারি রাতে আদিবাসীদের বাড়িতে আগুন দিয়েছে এবং আদিবাসীদের হত্যা করেছে। এ ঘটনায় শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিস নাভি পিল্লাইয়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এসিএইচআর চায় এ ঘটনায় বাংলাদেশ সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া বিষয়ে হস্তক্ষেপ করুন মিস পিল্লাই।’
‘সেনাবাহিনি বেলা ১২টায় আদিবাসীদের বাড়ি পোড়ানো শুরু করে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লক্ষ্মী বিজয় চাকমা ও লিটন চাকমাসহ অন্তত তিনজন গুলিতে ঘটনাস্থলে নিহত হয়েছেন।’ বৌদ্ধমন্দির পুড়িয়ে দেওয়ার পর থেকে পূর্ণবাস ভিক্ষু নামে একজন নিখোঁজ রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...