কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক মহিলাসহ পাচঁজন আহত হয়। উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়নের মজলিসপুর গ্রামের মৃত হরমুজ আলীর
পুত্র হারুনুর রশিদ মাষ্টারের সাথে একই গ্রামের আবদুল কাদের ও তার পরিবারের সদস্যদের সাথে ১২শতক জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধের ফলে আদালতে মামলা বিচার প্রক্রিয়ার্ধীন। শুত্রবার দুপুরে হারুনুর রশিদ তার নিজস্ব সম্পাত্তিতে ঘর নির্মাণ করার সময় আবদুল কাদের ও তার পরিবারের সদস্যরা দা, লাঠি নিয়ে হারুনুর রশিদ এর পরিবারের উপর হামলা চালায়। হামলায় মাষ্টার হারুনুর রশিদের মেয়ে রেহানা বেগম, আবদুল মালেকের পুত্র দেলোয়ার, মৃত আশ্রাফ আলীর পুত্র আবদুল মালেক মেয়ের জামাইসহ পাচঁ জন আহত হয়। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাষ্টার হারুনুর রশিদ বাদী হয়ে গতকাল সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...