এস জে উজ্জ্বল :
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাতে বুকে ব্যথাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এ রাষ্ট্রপ্রধান। রাতেই তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের ২০৭ নাম্বার ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকালে সেখানে ছুটে যান জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা। জাপা মহাসচিব জানান, এরশাদের অবস্থা আশঙ্কামুক্ত।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...