কুমিল্লা প্রতিনিধি :
যুদ্ধাপরাধীদের বিচার-সম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে কুমিল্লা কেন্দ্রীয় শহীদমিনারের পাদদেশে বৃহস্পতিবার কুমিল্লা মুক্তিযুদ্ধ-৭১ সেক্টর কমান্ডার্স ফোরামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় প্রতিবাদ সমাবেশে জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের আহবায়ক বীরমক্তিযোদ্ধা শফিউল আলম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শিকদার, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবদুল হাই বাবলু। প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ,ছাত্রলীগ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পরে অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার চাই শ্লোগানে সম্পাদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে সন্ধ্যায় সেক্টর কমান্ডার্ন ফোরাম মুক্তিযুদ্ধ-৭১এর নেতৃবৃন্দরা একটি মশাল মিছিল বের হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...