নাঙ্গলকোট সংবাদদাতা :
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলাল নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের আব্দুল হকের পুত্র মীর হোসেনের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
জানা যায়, চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকা থেকে ওই ব্যক্তির লাশ গত দেড় মাস পূর্বে উদ্ধারের পর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করে লাশ দাফন করা হয়। পরে চলতি মাসের ১ ফেব্র“য়ারি নিহতের স্ত্রী পারভীন আক্তার তার স্বামীকে দুস্কৃতকারীরা হত্যা করেছে মর্মে আদালতে অভিযোগ দাখিল করে। গতকার বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মোঃ মশিউর রহমানের উপস্থিতিতে পুলিশ লাশ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...