
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের আবাসিক হোটেল আল ফেশানী শাস্ত্রী থেকে ভূয়া দুদক পরিদর্শক শাহীদ মিজান উর রহমানকে (৩৭) বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতার করেছে। সে নিজেকে লেঃ কর্নেল শাহনুর কামাল নামে দুর্নীতি দমন কমিশনের লক্ষীপুর ও চাঁদপুর এলাকার উপ-পরিচালক (তদন্ত) পরিচয় দিয়ে গত ৪ফেব্র“য়ারী থেকে অবস্থান করতো। গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের এস আই সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ১টি খেলনা পিস্তল, দুদকের ভূয়া আই.ডি কার্ড ও কিছু প্যাডসহ আটক করে। সে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে।, উক্ত পরিচয়ে সে বিভিন্ন স্থানে প্রতারনা করে আসছিল বলে পুলিশ ধারনা