চৌদ্দগ্রাম প্রতিনিধি :
উপজেলার খিরনশাল বাজারে মঙ্গলবার গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকানসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডে ভস্মীভূত পাটোয়ারী মার্কেটের মালিক হাজী মমতাজুর রহমান জানান, মঙ্গলবার রাত দেড়টার সময় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল বাজারের পাটোয়ারী মার্কেটের লাকি হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক দোকানে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় লাকি হার্ডওয়ারের প্রায় ৫ লক্ষ, হানিফ মেটাল ও ফার্নিচার দোকানের বিভিন্ন মেশিন এবং ১ টি হোন্ডাসহ প্রায় ১০ লক্ষ, রাকিব লাইব্রেরির ১টি হোন্ডাসহ প্রায় ১ লক্ষ, মাওলানা মেডিকেল হলের প্রায় ৫০ হাজার, নাছির উদ্দিনের চালের আড়তের প্রায় দেড় লক্ষ ও মার্কেট মালিকদের নিজস্ব গুদামে রক্ষিত কাঠ, থাইগ্লাসের দরজাসহ প্রায় ৪ লক্ষ টাকাসহ কমপক্ষে ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ত্রণে আনে।
দমকল বাহিনীর সাব অফিসার আবুল বাশার জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকেই আগুনের সুতপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নেভাতে এসে লোকজন মোবাইল কার্ড,চার্জারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়ে বলে কারী নুর আহম্মদ অভিযোগ করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...