এস জে উজ্জ্বল :
রোববার সংসদে যোগ দিয়েই আবার ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
দুদিন বিরতির পর রোববার বিকেল তিনটা ১২ মিনিটে স্পিকার আব্দুল হামিদ এডভোকেটের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিএনপিসহ শরিকরা অধিবেশনে যোগ দেয়।দিনের কর্মসূচির শুরুতেই স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করেন।এরপর পৌনে চারটায় তারা বিরোধী দল ওয়াকআট করে।
বৃহস্পতিবার রাতে ৩০০ বিধিতেস্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জিয়াউর রহমানকে খুনি আখ্যায়িত করায় বিএনপির সিনিয়র সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে চান। কিন্তু স্পিকার ফ্লোর না দেওয়ায় বিএনপির নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
অধিবেশনের শুরুতে স্পিকার পয়েন্ট অর্ডারে জয়নুল আবদিন ফারুক স্বরাষ্ট্র মন্ত্রীর ৩০০ বিধিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খুনি’ উক্তিটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
স্পিকার জানান, কটাক্ষপূর্ণ বক্তব্য থাকলে তা আপনা আপনি এক্সপাঞ্জ হয়ে যাবে তা আমি বৃহস্পতিবার সূচনা বক্তব্যেই বলেছি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...