
যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির দেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে সরকারের অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিন্তিত নয় । তিনি আরো বলেন, সরকারকে এ জন্য এত মিথ্যাচার করতে হবে যে জনগণের কাছে ধরা পড়ে যাবে। রোববার বিকেলে বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি এসব বলেন।
এক প্রশ্নের জবাবে মুজাহিদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন “নির্মূল শব্দের অর্থ কী? আপনিই বলুন। নির্মূল মানে হত্যা করা। প্রতিমন্ত্রী নির্মূল শব্দটি ব্যবহার না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথা বলতে পারতেন।” প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কারণে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবির কর্মীদের ওপর যদি কোনো হুমকি আসে বা তাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তাঁকে আইনের সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।