সিরাজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার :
রোববার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়িয়া এলাকায় একটি বাস ও কার্ভাড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সাড়ে ১১টায় ফেনী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরো অন্তত ১৫ জন যাত্রী। আহতদের কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ডাক্তারদের আশংকা। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যাবৎ যাবাহন চলাচল বন্ধ থাকে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...