স্টাফ রিপোর্টার :
কুমিল্লাকে বাইপাস করে নতুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সপ্রেসওয়ের নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবীতে আন্দোলনে যাচ্ছে কুমিল্লার জনগন। শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ওই পরিকল্পনা বাতিলের দাবী জানিয়েছেন বিএনপি দলীয় স্থানীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী।
এদিকে আন্দালনের কর্মসূচির অংশ হিসেবে ‘কুমিল্লা বাচাঁও’ এ দাবীতে আজ রোববার শহরে মানববন্ধন কর্মসূচী পালন করার কর্মসূচীও ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিদ্যমান মহাসড়কটির লেন বাড়িয়ে প্রশস্ত করা হলেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু একটি মহলের অশুভ তৎপরতার কারনে সরকার তা না করে কুমিল্লাকে বাইপাস করে দাউদকান্দি (হাসানপুর)-রামপুর (ফেনী) -সীতাকুন্ড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নূতন মহাসড়ক বা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে । সংবাদ সম্মেলনে কুমিল্লার পৌর মেয়র মনিরুল হক সাক্কু, জেলা আইনজীবি সমিতি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে যৌথ স্বাক্ষরিত একটি স্মারকলিপি কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরন করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...