স্টাফ রিপোর্টার :
শনিবার কুমিল্লা শহরতলীর হোটেল নূরজাহানে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা কার্যকরসহ ১০ দফা দাবী আদায়ে কুমিল্লা, চাঁদপুর ও বি-বাড়িয়া জেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে ওই ৩ জেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ স্থানীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ১০ দফার বিভিন্ন দাবী উল্লেখ করে বলেন- সরকার যদি নির্বাচনী ওয়াদা মোতাবেক ক্ষমতা কার্যকরের ব্যবস্থা না করে তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কুমিল্লার বুড়িচং উপজেলার চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, চান্দিনা উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান মজুমদার রিপন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুইঁয়া,বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক। এছাড়াও বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল করিম, মুসলেম উদ্দিন, সাফিয়া খাতুন, হারুনুর রশীদ , কামরুন্নাহার ভূইয়া এবং রাশেদা আক্তার। সমাবেশ শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষনার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...