
‘সম্মান ফিরে পেয়েছি। পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের ভালবাসা পেয়েছি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?’ নতুন করে আর প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ বলেছেন, তার জীবনের সব চাওয়া-পাওয়া পূর্ণ হয়েছে। আর কোন চাওয়ার নেই।
বুধবার বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়াম বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘আমার জীবনের সব চাওয়া পাওয়া হয়ে গেছে। আমার চাওয়ার আর বাকি নেই।’
সরকারে গেলে কি পাবো- এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘প্রেসিডেন্ট পদের প্রশ্ন এখানে আসে না। আমি জীবনে সব কিছু পেয়েছি।’ ছয় বছর কারাভোগের পরও দলকে পুনর্গঠিত করে শক্তিশালী করাটাই সংগঠক হিসেবে তার গুরুত্বপূর্ণ অর্জন।
মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সম্প্রতি জাতীয় পার্টির সংসদ সদস্য আবুল কাশেম, আবু তালহা ও এ এইচ এম গোলাম রেজা লাঞ্ছিত হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে ক্ষমতাসীন মহাজোটের এই নেতা বলেন, মৃত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করা শোভনীয় নয়।
বৈঠকে ৪১ জন প্রেসিডিয়াম সদস্য ও ২৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।