বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যকে অসংযত ও অসত্য বলে এর তীব্র নিন্দা জানিয়েছে দলটি ।বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, শিক্ষার্থী হত্যার দায় ক্ষমতাসীন দল এড়াতে পারে না। জামায়াত আমীর সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের
নগর সংবাদদাতা :
বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের অন্যায়, দায়িত্বজ্ঞানহীন ও অসত্য বক্তব্য তার পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যশীল নয়। বুধবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওই ঘটনাসহ ছাত্র হত্যার সব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের দাবি জানান তিনি।
মুজাহিদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার নগ্ন অপচেষ্টা দুঃখজনক। আওয়ামী লীগ শিক্ষার্থী হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না জানিয়ে তিনি বলেন, রাবি মেধাবী ছাত্র নেতা শরীফুজ্জামান নোমানী, রাজশাহী পলিটেকনিক্যাল ও ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র নেতা এবং ঢাবি এফ রহমান হলের মেধাবী ছাত্র হত্যাকাণ্ডে কারা উস্কানি দিয়েছে? সৈয়দ আশরাফের উস্কানিমূলক বক্তব্যের পরপরই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা দেশজুড়ে জামায়াত ও শিবি%
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...