মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
চান্দিনায় মাটি কাটতে গিয়ে রমজান আলী রমু (৫৫) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েকজন শ্রমিক গতকাল বুধবার (১০ ফেব্র“য়ারী) সকাল সাড়ে ৯টায় স্থানীয় একটি ইট ভাটার জন্য জমি থেকে মাটি কাটছিলেন। এসময় রমজান আলী মাটি বোঁঝা মাথায় নিতে গিয়ে লুটিয়ে পড়ে। সঙ্গীয় শ্রমিকরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত রমজান আলী রমু দেবিদ্বার উপজেলার সানানগর গ্রামের মৃত চাঁন মিয়া’র ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুর রহমান জানান, হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সে মারা গেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...