
যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়ে বলেন, শিবিরের হামলায় ১৮ জন আহত ছাত্র হাসপাতালে চিকিত্সাধীন আছে এবং একজনের লাশ পাওয়া গেছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতভর পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ চলে। একপর্যায়ে শিবিরের কর্মীরা পিছু হটে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই শিবির সশস্ত্র কর্মীদের নিয়ে আবার ক্যাম্পাসে এসে হলে হলে তাণ্ডব চালায় । শিবিরের তাণ্ডব থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যর্থ হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁরা চেষ্টা করেছেন।’