নগর সংবাদদাতা :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলীয় কর্মী নিহত হওয়ার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরকে প্রতিহত করার হুমকি দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলীয় কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন শিবির প্রতিরোধে প্রগতিশীল সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতভর সংঘর্ষে নিহত হন ছাত্রলীগকর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন। পুলিশ জানিয়েছে, শিবিরকর্মীদের হামলায় তিনি নিহত হন। এর প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...