স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
গত শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড সংলগ্ন নন্দনপুরের একটি পুকুরে বিষ ঢেলে দুষ্কৃতকারীরা প্রায় আট লক্ষ টাকার মাছ নিধন করে। স্থানীয় সূত্র জানায়, বাতাবাড়িয়া জামে মসজিদ সংলগ্ন কুমিল্লা সওজ এবং স্থানীয়দের যৌথ মালিকানাধীন একটি জলাশয় প্রায় এক যুগ আগে স্থানীয় কিছু উদ্যোক্তা মিলে মাছের প্রজেক্ট গড়ে তুলে। প্রতিবছরই এ প্রজেক্টের লিজ দেয়া হয়। এর আয়ের কিছু অংশ ব্যয় করা হয় বাতাবাড়িয়া মসজিদ উন্নয়নে। গত ৩ বছর ধরে এ জলাশয়টি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় ভিপি আব্দুল্লাহ, জাহাঙ্গীর ভুইয়া, মাহবুব আলম, মোহন, জাহাঙ্গীর, মাহিম ও দেলোয়ারসহ ৯জন উদ্যোক্তা।
তারা বানিজ্যিক উদ্দেশ্যে ও সখের বশে চিতল মাছ থেকে শুরু করে রুই, কাতলা, নাইলোটিকা সহ প্রায় ১৫প্রজাতির মাছ চাষে প্রজেক্টে প্রায় ১২লক্ষ টাকা বিনিয়োগ করে উদ্যোক্তারা। গত শুক্রবার ভোরে প্রজেক্টের কেয়ারটেকার ও গার্ডরা জলাশয়ে বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনাটি টের পেয়ে উদ্যোক্তাদের জানায়। পরে জেলেরা মাছ উত্তোলনের সময় জলাশয় থেকে একটি প্লাষ্টিকের বোতলে সাদা তরল বিষ উদ্ধার করে। উক্ত নাশকতার ঘটনাটিতে সবমহল থেকে নিন্দা জানানো হয়। এ প্রসঙ্গে জলাশয়ের ইজারাদার ভিপি আবদুল্লাহ ও জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, শত্রুতাবশত এ ঘটনাটি ঘটানো হয়েছে। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান উদ্যোক্তারা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...