স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় কুমিল্লা পলী বিদ্যুৎ সমিতি -১ (চান্দিনা) এর আওতাধীন দেবিদ্বার এলাকা পরিচালক নির্বাচন নিয়ে প্রার্থীর বৈধতা প্রশ্নে শেষ পর্যন্ত হাইকোর্টের রিট দাখিল করেছেন রফিকুল ইসলাম নামের একজন পরিচালক প্রার্থী। রোববার (৭ ফেব্রুয়ারি) তিনি হাইকোর্টের আদেশের কপি সমিতির চান্দিনাস্থ প্রধান কার্যালয়ে হস্তান্তর করার পরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়াগেছে।
জানা যায় ওই নির্বাচন উপলক্ষে দেবিদ্বার এলাকা পরিচালক (এলাকা নং- ১) পদে রফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করার পর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোন কারন ছাড়াই গত ১৭ জানুয়ারি তার মনোনয়ন পত্র বাতিল করে দেয়। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি চলতি মাসের ২ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রীট দাখিল করেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত বৃহস্পতিবার এক আদেশে আবেদনকারী রফিকুল ইসলামের মনোনয়ন পত্র গ্রহনসহ তাকে নির্বাচনে সুযোগ দিতে ওই সমিতির কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে। এ ব্যাপারে রোববার কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা ) দেলোয়ার হোসেন জানান হাইকোর্টের একটি আদেশে আবেদনকারীর নিকট থেকে পাওয়া গেছে, তবে সরকারীভাবে হাইকোর্টের কাগজপত্র পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...