লাকসাম প্রতিনিধি :
লাকসামের নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল খালেক মিয়াজী (৫০) বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তাঁর কুমিল্লাস্থ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহে – রাজেউন )। সকালে আবদুল খালেক মিয়াজীর আকষ্মিক মৃত্যুর সংবাদ পেয়ে তার সহকর্মীগণ, শুভাকাঙ্খী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ তাৎক্ষনিক ছুটে যান তাকে এক নজর দেখতে। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুল খালেক মিয়াজীর অকাল মৃত্যুতে কুমিল্লা-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম, লাকসাম ন.ফ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর কবির চৌধুরী, আওয়ামীলীগ নেতা তাবারক উল্লাহ কায়েস, উপজেলা ছাত্রলীগের সভাপতি দলিলুর রহমান মানিক গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ওইদিন দুপুর সাড়ে বারটায় কুমিল্লার পদুয়ার বাজার হাজী আক্রাম আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ষোলপুকুরিয়া গ্রামে নেওয়া হলে বিকেল চারটায় দ্বিতীয় জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Check Also
কুমিল্লায় ডিবির অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ ডাক্তার গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ- রাজধানীতে ইয়াবা পাচারকালে ১৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন মো. রেজাউল হক (৪৫) নামের ...