স্টাফ রিপোর্টার :
বৃহস্পতিবার বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে (১৯৮৬) অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে সরকারকে পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স)-১৯৮৬ সংশোধন করে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের পদমর্যাদা জেলা জজের নিচে নামানোর নির্দেশ দিয়েছে । আগামী ৬০ দিনের মধ্যে সংশোধিত পদমর্যাদাক্রম আদালতে জমা দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। নতুন এই নির্দেশে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পদমর্যাদা তিন বাহিনীর প্রধান এবং সচিবদের ওপরে রাখতে বলা হয়েছে।
বর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের পদমর্যাদা বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওপরে।
২০০৬ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে চ্যালেঞ্জ করে তৎকালীন জেলা ও দায়রা জজ আতাউর রহমানের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেয়। ১৯৮৬ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে স্বেচ্ছাচারী উপায়ে গঠন করেছিল উল্লেখ করে আতাউর রহমান ওই অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে রিট করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...