এস জে উজ্জ্বল :
অবশেষে সংসদে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে সংসদে যোগ দেয়ার সুনির্দিষ্ট কার্যদিবস বা সেশনের কথা উল্লেখ করেনি দলটি। বৃহস্পতিবার বিএনপির সংসদীয় দলের সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এসব কথা জানান।
তিনি বলেন, সংসদীয় কমিটির বৈঠকে শিগগিরই সংসদ অধিবেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য সংসদে যোগ দেয়ার নির্দিষ্ট দিন বা সেশনের কথা উল্লেখ করেননি বিরোধীদলীয় চিফ হুইপ।
বিকাল সাড়ে চারটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে চারদলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিজেপি দলের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, সংসদের পরবর্তী কার্যদিবসে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো সংসদে যোগ দিবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...