মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
লোহা-লঙ্কর ব্যবসায়ী বিল্লাল হত্যা মামলার পুনরায় শুনানি অনুষ্ঠিত হবে আজ (৪ফেব্রুয়ারী)। এর আগে গত মঙ্গল (২ ফেব্রুয়ারী) মামলাটির শুনানি হয়। এসময় আসামী পরে আইনজীবীরা আলহাজ্ব খোরশেদ আলমের জামিন চায়। অপরদিকে আসামীদের ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেছে পুলিশ। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার আসামী কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি, চান্দিনার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ও তার ব্যবসায় প্রতিষ্ঠান ম্যানেজার দুলাল চন্দ্র দাস এর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একইসাথে আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) পুনরায় শুনানির দিন ধার্য করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান গাজীর আদালতে মামলাটির শুনানি আজ পুনরায় শুরু হবে। বিএনপি’র একাধিক সূত্র জানায়, মামলাটি’র সত্যতা নেই বলে আদালত কয়েক বছর আগে মামলাটি খারিজ করে দেয়। কিন্তু রাজনীতিক প্রতিহিংসার কারণে একটি মহল পুরোনো ঘটনা নিয়ে উদ্দেশ্য হাসিলের জন্য নতুন করে মামলাটি দায়ের করে। মামলার বাদি লোহা-লঙ্কর ব্যবসায়ী বিল্লাল হোসেনের বোন সেলিনা আক্তার চান্দিনা থানায় কোন মামলা দায়ের করেনি বলে আদালতে হলফনামা দিয়েছে। অপরদিকে পুলিশ জানায়, হত্যা মামলায় রাষ্ট্রই বাদি হয়।
এদিকে চান্দিনা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে ‘সচেতন নাগরিক’ নামে “খুনি খোরশেদ এর বিচার চাই” স্লোগান সম্বলিত পোষ্টার সেঁটে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে এসব পোষ্টার দেখতে পায় স্থানীয়রা। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ওই পোষ্টার সেঁটে দিয়েছে তা এখনও জানাযায়নি।
অপরদিকে চান্দিনা উপজেলা সর্বত্র ‘সর্বস্তরের জনগণ’ নামে “আলহাজ্ব খোরশেদ আলম এর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই’’ স্লোগান সম্বলিত পোষ্টার লাগানো হয়েছে।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খোরশেদ আলমের গ্রেফতারের পর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। বিএনপি’র একাধিক সূত্রে জানাগেছে, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলমসহ দলীয় অনেক নেতাকর্মীদের আসামী করে গতকাল বুধবার আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, বিষয়টি নিশ্চিত না হলেও এনিয়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খোরশেদ আলমের গ্রেফতারের পর ছাত্রদলের নিরব থাকা প্রভাবশালী একটি গ্রুপও গত সোমবার তার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। খোরশেদ আলমের গ্রেফতারের পর চান্দিনাসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক বিরাজ করছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...