এস জে উজ্জ্বল :
রংপুর যাওয়ার পথে মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ায় সংক্ষিপ্ত এক সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই তাঁর দলের প্রার্থী দেওয়া প্রয়োজন। ‘তাই আগামী নির্বাচনে সব আসনের জন্যই আমরা প্রার্থী তৈরি করছি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয় পার্টিকে সংগঠিত করার কাজ চলছে,
তিনি আরও বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ আবদুল্লাপুর-বাইপাইল সড়ক আমার সময়েই হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়নকাজ করা হবে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির আশুলিয়া থানা শাখার সভাপতি আবুল কালাম। সমাবেশে বক্তব্য দেন, জাতীয় পার্টির দক্ষিণখান থানার সভাপতি ডা. শহীদুল ইসলাম ও আবুল হাসনাত এবং জাতীয় ছাত্রসমাজের নেতা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...