এস জে উজ্জ্বল :
মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের তিন তলার একটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে সকাল ১০টার দিকে আগুন লাগলেও সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে আতঙ্ক দেখা দিলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে ব্যাংকের কর্মীরাই তা নিভিয়ে ফেলে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা।
তিনি বলেন, দমকলের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। দমকল বাহিনী সেখানে গিয়ে শুধু ধোঁয়া পায়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...