মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচ খুনির ফাঁসি কার্যকর করায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিকেলে চান্দিনা উপজেলা সদরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুম আলীর সভাপতিত্বে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা উপজেলা চেয়ারম্যান নাজমূল আহসান মজুমদার রিপন, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কমিশনার, মুক্তিযোদ্ধা শহীদউল্লাহ্, কৃষকলীগ আহবায়ক মোখলেছুর রহমান দুলু মাষ্টার, যুবলীগ সভাপতি এনায়েত উল্লাহ ভূইয়া প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...