মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল থেকে সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক), ঢাকা এর সহায়তায় এবং চান্দিনা মোহনা মেডিকেল সেন্টার এর সার্বিক তত্ত্বাবধানে নাক, কান ও গলা রোগাক্রান্ত এক হাজারেরও বেশি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন নাক, কান ও গলা রোগ বিশেজ্ঞ ডাঃ বিশ্বজিৎ পাল, শাখাওয়া হোসেন ও অমর রঞ্জন পাল।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...