সিরাজুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের হত্যাকারীদের মধ্যে ৫ খুনীদের আদালতের রায়ে ফাসি কার্যকর করায় বৃহষ্পতিবার সকালে ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে দুপুরে কুমিল্লা জেলা ছাত্রললীগ শহরে আনন্দ মিছিল রেব করে।
সকাল ১০টায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল শেষে কলা ভবনে কলেজ ছাত্রলীগ সভাপতি আজিম খান জুয়েলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক। কলেজ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনের পরিচালনায় ছাত্রসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা নাজমুল হাসান চৌধুরী (কামাল), শাওন, আরমান খান, সবুজসহ আরো অনেকে। দুপুর ১টায় কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু নেতৃত্বে শহরে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপস্থি ত ছিলেন জেলা ছাত্রলেিগর সহ-সভাপতি লিটন দাস,যুগ্ন সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ,শহর ছাত্রলীগ সভাপতি এম সাইফুল ইসলাম, সাংঠনিক সম্পাদক এম এ মুকিত বিন হেলাল, প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...