
ডেমরার সাবেক সাংসদ সালাহ উদ্দিন আহমেদ ওরফে ‘দৌড়’ সালাহ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ সিদ্ধান্তের কথা সালাহ উদ্দিন আহমেদকে জানানো হয়।
গতকাল বুধবার চেয়ারপারসনের নির্দেশ অমান্য করে মহানগরের বিভিন্ন থানায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন সালাহ উদ্দিন আহমেদ। জিয়াউর রহমানকে নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। চেয়ারপারসন এই প্রতিবাদ কর্মসূচির করার জন্য ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে দায়িত্ব দিয়েছেন। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ হয়েছে।