
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তিতাস উপজেলার দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয়ে সোমবার বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার পারভীন, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ-সভাপতি আঃ ছালাম মেম্বার, অভিভাবক সদস্য সামছুল হক সরকার শান্তি, সার্জেন (অব.) আঃ মতিন, জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাজারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেন।