
চান্দিনার কেরনখাল ইউনিয়নে বেদে পল্লীতে কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় দেড় হাজার বেদে’র একটি বহর এখানে দীর্ঘদিন ধরে বসবাস করলেও মৃতদের দাফনের জন্য ওই পল্লীতে কোন কবরস্থান নেই। বেদে জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি থাকলেও এখানে কোন কবরস্থান গড়ে ওঠেনি। সোমবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাজেরা খাতুন ওই বেদে পল্লী সংলগ্ন কিছু নাল খাস জমি পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, ওই খাস জমিতে একটি কবরস্থান নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম জানান, একটি কবরস্থান নির্মিত হলে এখানকার বসবাসকারীদের একটি বড় সমস্যা লাঘব হবে।