সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা থেকেঃ
কুমিল্লায় পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকায় গাড়িযোগে ফেনসিডিল ও গাঁজা পাচারকালে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায় গোপনসূত্রে খবর পেয়ে রোববার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের এসআই শাহজাহান কবির শহরের শাসনগাছা এলাকার তিশা বাস ষ্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীবাহী (ময়মনিসংহ-ব-১১-০০২৫) তিশা বাসে তল্লাশী করে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ বাসের সুপাইভাইজার মোঃ মানিক (১৯) ও হেলপার নাছির মিয়া (২৬) কে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় চালক। অপর ঘটনায় গত শনিবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর দক্ষিণ থানার এস.আই এনায়েত করিম সঙ্গীয় পুলিশ নিয়ে বিশ্বরোড পদুয়ার বাজার হোটেল নূরজাহানের বাস কাউন্টার থেকে ঢাকা নেওয়ার পথে দুটি ব্যাগে রক্ষিত ২০কেজি গাজাঁসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা সদর রসুলপুরের জলফু মিয়ার পুত্র ফারুক মিয়া (৪০),একই এলাকার মৃত বজলু মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৪০), কসবা থানার শালদা নদী এলাকার মৃত আলী হোসেনের পুত্র শাহিন (২০) এবং একই এলাকার নূরু মিয়ার পুত্র মানিক মিয়া (২০)। ওই পৃথক দুটি মাদক উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...