মাসুমুদর রহমান মাসুদঃস্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
রোববার দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নুরিতলা কোড়েরপাড় নামক স্থানে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই দু’গাড়ির চালক নিহত এবং বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও আহত যাত্রীরা জানান ফেনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে চট্রগ্রামগামী একটি মালবোঝাই কাভার্ড ভ্যানের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কচুয়ারপাড় গ্রামের ননীগোপাল দাস (৫০) নিহত হয়। আশংকাজনক অবস্থায় বাসের অজ্ঞাতনামা চালককে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় বাসের আরো অন্তত ১৫জন যাত্রী আহত হয়। আহতরা হলো কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের কাসিম উদ্দিন এর পুত্র খায়রুল ইসলাম (৩০), নাঙ্গলকোটের জাতিপাড় গ্রামের কাজী দ্বীন মোহাম্মদ (৩৫), চট্টগ্রামের মিরসরাই উপজেলার গজারিয়া গ্রামের দেলোয়ার হোসেন এর পুত্র রেজাউল করিম (৫০), নূরুল ইসলাম (৫০) প্রমুখ। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা ঢাকা চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘন ঘটে, এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...