
দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে এক মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা এবং মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে সকল স্কুল/কলেজের ছাত্রছাত্রী, সাংবাদিক, শিকক্ষ, এনজিও, সামাজিক সংগঠন এবং সর্বস্ত্ররের জনগনের অংশগ্রহনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মাদককে না বলে এবং মাদক মুক্ত দেবিদ্বার উপজেলা গড়ার দৃপ্ত শপথ গ্রহন করা হয়। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম শফিকুল আলম কামাল, দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মু. ফজলুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, দেবিদ্বার আর.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষ জাহাঙ্গীর আলম, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মোছলেহ উদ্দিন মিছির ও ব্র্যাক ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ।