সিরাজুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার :
আই.আর.বাল্ব কোম্পানী লিঃ (সুপার ষ্টার)এর আঞ্চলিক মত বিনিময় ও পণ্য পরিচিতি সভা গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড সংলগ্ন হোটেল নুরজাহানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মত বিনিময় ও পণ্য পরিচিতি সভায় সুপার ষ্টার কোম্পানী লিঃ এর সিনিয়র জিএম এমএ কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি সুপার ষ্টার কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইব্রাহীম তার বক্তব্যে বলেন,ব্যবসার ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন ভাবে ব্যবসা করতে হবে। এক্ষেত্রে ব্যক্তি নির্বাচন হল মূল বিষয়। টেকনাফ থেকে তেতুলিয়া পযর্ন্ত সুপার ষ্টার কোম্পানী লিঃ এর পণ্যের ব্যাপক প্রসার হয়েছে।আমাদের পণ্যের গুণাগুণ ভাল,আমাদের কোম্পানীকে দেশের এক নম্বর অবস্থানে নিয়ে আসাই আমাদের একমাত্র লক্ষ্য। এজন্য আমরা সকলে একত্রে কাজ করবো। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুর রহমান, সিনিয়র সেলস ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও সহকারী সেলস ম্যানেজার কামরুজ্জামান। অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করেন বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলার আঞ্চলিক সেলস ম্যানেজার জনাব আব্দুল মালেক। অনুষ্ঠানে নোয়াখালী,লক্ষèীপুর, ফেনী, কুমিল্লা, চাদঁপুর, ব্রাক্ষনবাড়িয়ার ১২০ জন পরিবেশক ও ডিলার উপস্থিত ছিলেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...